Root Vocabulary | Lesson 1

Root Vocabulary | Lesson 1

Vocabulary প্রধানত মুখস্থের বিষয় নয়। এটা বোঝে বোঝে শিখতে হয়। সাধারণত English Grammar-এর ক্ষেত্রে যেমন Rules / Basic নিয়ম রয়েছে তেমনি Vocabulary-এর ক্ষেত্রেও Rules / Basic রয়েছে। যা Root word নামে পরিচিত। বইয়ের প্রথমেই এসব Root word নিয়ে ধারাবাহিকভাবে আলোকপাত করা হয়েছে। 

যদি Root বোঝে Vocabulary শেখা যায় তাহলে সহজেই শতশত Words দীর্ঘদিন মনে রাখা সম্ভব। তাই English Grammar-এর মতো Vocabulary Root ভালোভাবে আয়ত্ত করতেই আমাদের এই আয়োজন। সুতরাং Blindly মুখস্থ না করে Root বোঝে পড়ুন ও দীর্ঘস্থায়ী Vocabulary মনে রাখুন।

 

1.  Ameliorate – উন্নতি লাভ করা (V)

  1. Ameliorate – উন্নতি লাভ করা (V)
  2.  Meliorate- সংশোধন / উন্নত হওয়া (V)
  3. Amelioration- উন্নতি (N)
  4. Rate- হার / শতাংশ (N)

ব্যাখ্যা: কোনো কিছুর উন্নতি / অবনতি Rate তথা ধারাবাহিকহারে বা ধাপেধাপে বৃদ্ধি পায় বা কমে যায়। যেমন-

Example:

  • Proliferate-প্রচুর সংখ্যায় বৃদ্ধি হওয়া (V)
    Proliferation- বিস্তার (N)
    Proliferative- ক্রমবর্ধমান (Adj)
    Prolific -উর্বর / সন্তান উৎপাদনশীল (Adj)

 

  • Deteriorate- ক্রমান্বয়ে খারাপ হওয়া (v)
    Deterioration- অধিকতর মন্দা / পতন (N)
    Deter- বাধা দেয়া (V)
    Deterrent- প্রতিবন্ধক (N)

 

  • Acceleration-বৃদ্ধি (N)
    Decelerate- গতিহাস করা (V)
    Deceleration-বিলম্ব (N)
    Accelerator- গতিবর্ধকযন্ত্র (N)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *